টিকটক ভিডিও করতে গিয়ে জখম এক যুবক। মঙ্গলবার বিকেলে কয়েকজন তরুণ মহাকরণের সামনে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন, পাশাপাশি তারা টিকটক ভিডিও করছিলেন। সেই সময় আচমকাই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির তাড়া খেয়ে জখম হন এক যুবক। ওই যুবককে উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। জানা গিয়েছে, মঙ্গলবার মহাকরণের সামনে টিকটকে ভিডিও করার সময় আচমকা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি তাড়া করেন ওই যুবকদের। তখনই রাস্তায় হোঁচট হয়ে পরে আহত হন ওই যুবক। এরপরই ঘটনাস্থলে আসে হেয়ার স্ট্রিট থানার কর্তব্যরত পুলিশকর্মীরা। তবে বর্তমানে তরুন তরুণীদের এই টিকটকের আসক্তির কারনেই বিভিন্ন সময় তাদের বিপদে পরতে হচ্ছে।