March 14, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

নরেন্দ্র মোদির যৌথ অধিবেশনে বক্তব্য প্রকাশ করলেন রাষ্ট্রপতি

নরেন্দ্র মোদির ৩.০ সরকারের প্রথম যৌথ অধিবেশনে প্রথমবার নিজের বক্তব্য প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ৷ তাঁর এক পাশে উপস্থিত ছিলেন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং অন্যপাশে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷ এদিন রাষ্ট্রপতির বক্তৃতায় সরকারের নানা কাজের কথা বলার পাশাপাশি উল্লেখযোগ্য ভাবে উঠে আসে জরুরি অবস্থা থেকে শুরু করে নিট-নেট প্রশ্নফাঁস দুর্নীতির কথা৷

এদিন রাষ্ট্রপতি জানান, ১ জুলাই থেকে ভারতীয় ন্যায় সংহিতা লাগু হবে৷ তিনি বলেন, ‘‘ব্রিটিশরাজে গোলামি ব্যবস্থায় শাস্তির বিধান ছিল। সেই আইন বদলের সাহস দেখিয়েছে সরকার। এবার শাস্তির বদলে ন্যায়ে বিশেষ জোর দেওয়া হবে। সিএএ-র অধীনে নাগরিকত্ব দেওয়া হচ্ছে।’’

রাষ্ট্রপতি জানান, চার দশক পরে ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পেনশন চালু হয়েছে৷ যুবদের কথা শুরু হতেই বিরোধীদের তরফে ‘নিট নিট’ বলে চিৎকার শুরু হয়৷ ইঞ্জিনিয়ারিং, ডাক্তারির কথা উঠতেই ‘নিট নিট’ বলে চিৎকার শুরু করেন বিরোধীরা। এরপরেই ১-২ সেকেন্ডের জন্য থেমে যান রাষ্ট্রপতি৷