March 14, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

নালন্দা বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের গর্বের ইতিহাস ও ঐতিহ্য। বুধবার সেই জগতখ্যাত শিক্ষাকেন্দ্রের নতুন ক্যাম্পাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ২০১৬ সালে রাষ্ট্রসংঘ ‘ঐতিহ্য কেন্দ্র’ বা ‘হেরিটেজ সাইট’ ঘোষণা করে নালন্দা বিশ্ববিদ্যালয়কে। শিক্ষাক্ষেত্রে ভারতের হৃতগৌরব ফেরাতে ১৭০০ কোটি টাকা ব্যয়ে নতুন ক্যাম্পাস গড়ে তোলা হয়েছে রাজগীরে। এদিন যার উদ্বোধন করলেন মোদি। বুধবার সকালে এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, “আজ শিক্ষাক্ষেত্রে একটি বিশেষ দিন। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ রাজগীরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস উদ্বোধন হবে। নালন্দা ভারতের সোনালী অতীতের সাক্ষ্য দেয়।”

লোকসভা ভোটের প্রচারে চারশো পারের দাবি তুলে ধাক্কা খেয়েছে বিজেপি। একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি মোদি-শাহর দল। এর পর প্রধানমন্ত্রীর শপথ নিয়েই একের পর এক প্রকল্প উদ্বোধন করছেন মোদি। মঙ্গলবার পিএম কিষাননিধির ১৭তম কিস্তি ২০ হাজার কোটি টাকা বরাদ্দের পর এদিন শরিক নীতীশ কুমারের রাজ্য বিহারে যান মোদি। নালন্দা বিশ্ববিদ্যালয়ের নয়া ক্যাম্পাস উদ্বোধন করেন তিনি। বলেন, “দেশের তরুণদের শিক্ষার চাহিদা পূরণে অনেক দূর যেতে হবে আমাদের।”