সকাল থেকে ভোটকেন্দ্রে বাংলা সিনে ইন্ডাস্ট্রির সেলেবদের ভিড়। শনিবার দুপুরে সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের বুথে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন অভিনেতা তথা তৃণমূলের তারকা প্রার্থী দীপক অধিকারী তথা দেব |
বেলা-দুপুরে মহিলা দ্বারা পরিচালিত বুথে ভোট দিলেন দু বারের ঘাটালের সাংসদ। বুথ থেকে বেরিয়েই আত্মবিশ্বাসী সুর ঘাটালের তারকা প্রার্থীর কণ্ঠে। সদর্পেই বললেন, ‘২০১৯ সালের লোকসভা ভোটের থেকে থেকে চব্বিশে তৃণমূলের ভালো রেজাল্ট হবে বাংলায়।’ শুধু তাই নয়! সেইসঙ্গে হাসিমুখে ভোট-আবহাওয়ার খবরও দিলেন তিনি নায়কোচিত সংলাপে। দেবের মন্তব্য, “৪ তারিখ গরমের দাপট কমবে। মানুষ কোথাও গিয়ে শান্তি পাবে।” গরমকে উপেক্ষা করেই সকাল থেকে আমজনতা থেকে সেলেবরা যেভাবে ভোটকেন্দ্রে নিজেদেক ভোটাধিকার প্রয়োগের জন্য লম্বা লাইনে অপেক্ষা করেছেন।

More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়