গত ১৬ মার্চ ৭ দফায় নির্বাচনী নির্ঘন্ট প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। ১ জুন শেষ দফার নির্বাচন। নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার বিকেল ৫ টায় শেষ হয়েছে প্রচার। এর পরই জানা গেল, ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেখানে ১৪২ টি জনসভা, রোড শো ও কর্মসূচি করেছিলেন এবার নিজেই ভেঙে দিয়েছেন নিজের রেকর্ড। গত ৭৫ দিনে দেশজুড়ে তিনি ২০৬ জনসভা, রোড শো ও কর্মসূচি করেছেন তিনি। এছাড়া বিভিন্ন টিভি চ্যানেলে দিয়েছেন ৮০ টি ইন্টারভিউ। প্রচার তালিকায় দেখা যাচ্ছে, অন্যান্য বারের মতো এবারও মোদির সব চেয়ে বেশি নজর ছিল উত্তরপ্রদেশে। এবার সেখানে ৩১ টি র্যালি করেন প্রধানমন্ত্রী। এছাড়া বিহারে ২০, মহারাষ্ট্রে ১৯ ও বাংলায় ১৮। এই রাজ্যেই দেশের ২১০ লোকসভা আসন। ফলে সেখানেই প্রচারে বেশি জোর দেন তিনি। শুধু তাই নয়, মে মাসের ভয়ংকর গরম যখন ৪৫ থেকে ৫০ ডিগ্রি ছুঁয়ে যাচ্ছে সেই সময় দেশজুড়ে ৯৬ টি জনসভা করেছেন প্রধানমন্ত্রী।

More Stories
ভারতীয় মহিলা ক্রিকেট দলের জয় উদযাপন করলেন নীতা আম্বানি
জিও ব্যবহারকারীদের জন্য ১৮ মাসের গুগল জেমিনি প্রো প্লান বিনামূল্যে
কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবকে ত্বরান্বিত করতে রিলায়েন্স এবং গুগলের অংশীদারিত্ব