September 16, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

ভোট প্রচারে রোড শো মোদির

শেষ দফার লোকসভা ভোটের আগে আর সময় মাত্র দু,একদিন। ১ জুন ভোটের আগে ৩০ মে পর্যন্ত প্রচারের শেষ দিন। তাই সপ্তম দফা ভোটে প্রচার একেবারে সপ্তমে। মঙ্গলবার রাজ্যে এসে জোড়া জনসভার পাশাপাশি কলকাতা উত্তরে রোড শো করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর বুধবার সেই একই রুটে পদযাত্রা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই সূচি ঠিক হয়েছে বলে খবর তৃণমূল সূত্রে। এছাড়া বুধবার বারুইপুর পূর্ব ও মেটিয়াবুরুজে জনসভা রয়েছে নেত্রীর। মেটিয়াবুরুজে তাঁর সঙ্গে একই মঞ্চে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার শেষ দফা ভোটের আগে শেষবার বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi)। এদিন অশোকনগর ও বারুইপুরে জোড়া জনসভা শেষে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের (Tapas Roy) সমর্থনে রোড শো করেন তিনি। শ্যামবাজার পাঁচ মাথা মোড় থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত তাঁর এই রোড শো-য় সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির দুই শীর্ষ নেতা সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী।