কলকাতা শহরে রেমালের পালা আপাতত সাঙ্গ। আজ অর্থাৎ মঙ্গলবার এই ঘূর্ণিঝড়ের দাপট দেখা যেতে পারে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে আজ থেকেই বাড়বে তাপমাত্রা। এমনটাই জানানো হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রেমাল শক্তি হারিয়ে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবেশ করবে। মঙ্গলবার সকালে গভীর নিম্নচাপ হিসেবে থাকলেও বেলা যত বাড়বে আরও শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। সমুদ্রে ৭৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং উপকূলে ৬৫ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস থাকার সম্ভাবনা প্রবল। ধীরে ধীরে কমবে ঝোড়ো বাতাসের প্রভাব। তবে রেমালের টানে অনেকটা এগিয়ে এসেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। এর প্রভাব বর্ষাতেও পড়তে পারে বলে মনে করা হচ্ছে। ৩০ শে মে বৃহস্পতিবার উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে।

More Stories
নভেম্বরের মাঝামাঝি শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে বঙ্গে
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই শীতের দাপট দেখা যাচ্ছে বঙ্গে
দফায় দফায় বৃষ্টিতে ভাসছে বাংলা