
Kolkata, Aug 29 (ANI): TMC General Secretary Abhishek Banerjee addresses during Trinamool Congress Chhatra Parishad foundation day celebrations, in Kolkata on Monday. (ANI Photo)
বৃহস্পতিবার বীরভূমের (Birbhum) তৃণমূল প্রার্থী শতাব্দী রায় এবং বর্ধমান পূর্বের শর্মিলা সরকারের সমর্থনে জোড়া সভা করার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । প্রথমটি হওয়ার কথা ছিল রামপুরহাটের বিনোদপুর মাঠে। দ্বিতীয় সভাস্থল ছিল কালনার বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠ মাঠ।
কিন্তু তাতে বাধা দিল বৃষ্টি | কলকাতা ও জেলাগুলিতে টানা কয়েকঘণ্টা ধরে কার্যত দুর্যোগ। আর এই দুর্যোগ কাঁটা হয়ে দাঁড়াল লোকসভা ভোটের প্রচারে। ঝড়ঝঞ্ঝার জেরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা অন্যতম তারকা প্রচারক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপার অবতরণ করতে পারল না। ফলে বাতিল জনসভা। তার বদলে ভারচুয়ালি ভোটের প্রচার করবেন অভিষেক।
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়