সোমবার যে বৃষ্টির মুখ দেখবে গরমে নাজেহাল কলকাতা। তা হাওয়া অফিস আগেই জানিয়েছিল। তাই সকাল থেকেই বৃষ্টির জন্য হাপিত্য়েস করে বসেছিল শহরবাসী। অবশেষে সন্ধে নামতেই বৃষ্টি এল ঝেঁপে। পূর্বাভাস অনুযায়ী, কালবৈশাখী ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত জেলা গুলিতে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ বেগে ঝোড়ো হাওয়া বইবে। টানা বেশ কিছুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যে হারে গরম পড়েছিল তার থেকে একটু হলেও রেহাই পেতে চলেছে তাঁরা।
সপ্তাহভর গরমে ছটফট করেছে বঙ্গবাসী। চড়চড়িয়ে বেড়েছে তাপমাত্রা। সব রেকর্ড ভেঙেছে উষ্ণতার পারদ। গা পুড়েছে সূর্যের প্রখর তাপে। গত দু-তিনদিন সেই অবস্থার সামান্য পরিবর্তন ঘটেছে। তবু কালবৈশাখীর দেখা মেলেনি। রবিবার থেকে সেই আক্ষেপ মিটতে পারে বলে মত আবহাওয়াবিদদের। তাঁরা জানাচ্ছেন, রবির সন্ধেয় দক্ষিণের ৬ জেলায় হতে পারে ঝড়-বৃষ্টি। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর |
শুধুমাত্র পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 39 থেকে 91 শতাংশ।
More Stories
রাজ্যজুড়ে চলছে ট্যাব দুর্নীতির তদন্ত
মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন রাজ্যপাল
আচমকা নবান্ন চত্বরে মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে হাজির এক ব্যক্তি