
বৈশাখের অর্ধেক অতিক্রান্ত, তবু দেখা নেই কালবৈশাখীর। দক্ষিণবঙ্গের মানুষজন চাতক পাখির মতো ‘আকাশ পানে চেয়ে’। তাদের একটাই প্রশ্ন, কবে দেখা মিলবে ঝড়-বৃষ্টির? আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, রবিবারই সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। সন্ধের পরই জেলায়-জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে তারা। সোমবার থেকে বদলাতে পারে রাজ্যের আবহাওয়া।
তাপপ্রবাহের এই স্পেল রবিবারই শেষ হচ্ছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। বুধবারের মধ্য়ে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৪ ডিগ্রি কমতে পারে। কিছুটা হলেও মিলবে স্বস্তি। সোমবার থেকে সপ্তাহভর বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়