এবার থেকে ভোটের দিন জেলার পুলিশ কন্ট্রোলরুমগুলিতে থাকবে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। কোথায়, কী ধরনের গোলমাল চলছে, তার উপর নজর রাখতেই এই নির্দেশ নির্বাচন কমিশনের। সেই নির্দেশের ভিত্তিতেই পুলিশের কন্ট্রোলরুমে থাকছেন কেন্দ্রীয় বাহিনী আধিকারিক।
সূত্রের খবর, প্রথম দফায় উত্তরবঙ্গের জেলাগুলির পুলিশ কন্ট্রোল রুমে কেন্দ্রীয় বাহিনী প্রবেশ করার সুযোগ পায়নি। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের পক্ষ থেকে অভিযোগ ওঠে, কেন্দ্রীয়ভাবে তাঁরা বিশেষ তথ্য পাচ্ছেন না। পুলিশ যে তথ্য দিচ্ছে, সেই তথ্যের ভিত্তিতে তাঁদের সেই ভোট কেন্দ্র বা বুথে যেতে হচ্ছে। এবার কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা যাতে সরাসরি গোলমালের তথ্য পান, তাই কেন্দ্রীয় বাহিনীর এক বা একাধিক আধিকারিক ভোটের দিন সকাল থেকেই উপস্থিত থাকবেন পুলিশের কন্ট্রোলরুমে। পুলিশের কাছে যে খবরগুলি আসবে, সরাসরি সেই খবরই কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা জানাতে পারবেন তাঁদের কমান্ডার বা পদস্থ আধিকারিকদের। কেন্দ্রীয় বাহিনী হিসাবে কোনও জায়গায় রয়েছে সিআরপিএফ, কোনও জায়গায় বিএসএফ বা আইটিবিপি অথবা এসএসবি। সেই ক্ষেত্রে কমান্ডাররাই ঠিক করবেন কোন বাহিনীর আধিকারিক পুলিশের কন্ট্রোলরুমে থাকবেন।
More Stories
আগামী ২৪ ঘন্টায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দক্ষিণবঙ্গের চার জেলায়
রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা
রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গে ফের শীতের আমেজ