
বাংলার প্রথম দফার ভোট যাতে সুষ্ঠুভাবে হয় এবং বাংলার শান্তি সম্প্রীতি বজায় থাকে, তার জন্য শুক্রবার সকাল সকাল কালীঘাট মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উত্তরবঙ্গের যাওয়ার ইচ্ছে থাকলেও রাজ্যপাল এদিন বলেন, তিনি যেতে চান না উত্তরবঙ্গে। আজ, শুক্রবার তিনি রাজভবনের পিস রুমেই সময় কাটাবেন বলে মন্তব্য করেন রাজ্যপাল।
দেশ জুড়ে আজ শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। দেশের ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১০২টি আসনে ভোটগ্রহণ চলছে। এ বার মোট সাত দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফায় পশ্চিমবঙ্গের তিনটি কেন্দ্রে ভোট রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে আজ, শুক্রবার চলছে ভোট।
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়