February 6, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

মর্মান্তিক দুর্ঘটনা গুজরাটে

মর্মান্তিক দুর্ঘটনা গুজরাটে । দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে গেল যাত্রীবাহী গাড়ি। জানা গিয়েছে, বুধবার ভদোদরা থেকে হাইওয়ে ধরে আহমেদাবাদ যাচ্ছিল মারুতি সুজুকি এরটিগা গাড়িটি। হাওইয়ে ধরে দ্রুতগতিতে গাড়ি ছুটছিল। সেই সময়েই বিপত্তি। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে গিয়ে গাড়িটি ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে দুমড়ে মুচড়ে যায় প্রায় পুরো গাড়িটাই।

ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। হাইওয়ের উপর এমন দুর্ঘটনার জেরে ব্যাপক যানজটও তৈরি হয় | দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ। নিয়ে যাওয়া হয় দুটি অ্যাম্বুল্যান্স। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু হাসপাতালে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় তাঁদের।