তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় রয়েছেন অভিনেতা সাংসদ দেব-ও। বিভিন্ন জেলায় প্রচারে যেতে হচ্ছে তাঁকে। আর তাই তাঁর যাতায়াতের সুবিধার্থে তৈরি হয়েছে হেলিপ্য়াড।
এদিন ভোটপ্রচারে আসছেন দেব! তাই হাফ ছুটি হয়ে গেল স্কুল। আলিপুরদুয়ার জেলার ফালাকাটার জটেশ্বর হাই স্কুলের এই ঘটনায় দানা বেঁধেছে বিতর্ক। দেবের যাতায়াতের সুবিধার্থে তৈরি হয়েছে হেলিপ্য়াড। সেটি তৈরি করা হয়েছে ফালাকাটার জটেশ্বর হাই স্কুলের মাঠে। সেই কারণে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে বলে খবর। এদিন প্রথম চারটি পিরিয়ডের পরই স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। হঠাৎ পড়ে পাওয়া চোদ্দো আনার ছুটি পেয়ে বেজায় খুশি স্কুলের পড়ুয়ারা।
More Stories
আগামী ২৪ ঘন্টায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দক্ষিণবঙ্গের চার জেলায়
রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা
রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গে ফের শীতের আমেজ