September 15, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

সাতসকালে ফের কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়াল আতঙ্ক

সাতসকালে ফের কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়াল আতঙ্ক। সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ ইএম বাইপাস লাগোয়া প্রগতি ময়দান থানা এলাকার ১২ নং বহিশতলায় আচমকা আগুন লেগে যায় একটি প্লাস্টিকের কারখানায় | ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। নিমেষের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী।

জানা গিয়েছে, আচমকা আগুন লেগে যায় একটি প্লাস্টিকের কারখানায়। পাশেই স্তূপ করে রাখা ছিল ডেকরেটর্স সামগ্রীর জিনিসপত্র। দাহ্য বস্তু হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। তাতেই ছড়ায় তীব্র আতঙ্ক। সঙ্গে সঙ্গে ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। কিন্তু ঘিঞ্জি এলাকা হওয়ায় কাজ করতে অসুবিধায় পড়েন দমকল কর্মীরা।