আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গল ও শুক্রবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে রাজ্যে। উত্তর দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা রয়েছে বিহার থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত যা ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। তামিলনাড়ু থেকে মারাঠাওয়াড়ার মধ্যে রয়েছে আরও একটি অক্ষরেখা যা কর্নাটকের উপর দিয়ে গিয়েছে।
এদিকে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় শিলাবৃষ্টি হতে পারে। মূলত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে |
শুধুমাত্র পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা 34.1 ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 39 থেকে 91 শতাংশ।
More Stories
আগামী ২৪ ঘন্টায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দক্ষিণবঙ্গের চার জেলায়
রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা
রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গে ফের শীতের আমেজ