
শুক্রবার থেকে শুরু হয়েছে গঙ্গার তলা দিয়ে মেট্রো পরিষেবা। আগেই শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যাত্রী পরিষেবা শুরু হয়েছে। কিন্তু বউবাজারের বিপর্যয় গোটা প্রকল্পের কাজকে কার্যত অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। বন্ধ রয়েছে এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত পাতাল পথ। যদিও সেই সমস্যা মেটাতে কার্যত দিনরাত কাজ করে চলেছেন মেট্রো কর্তৃপক্ষ |
প্রসঙ্গত বলা বাহুল্য, বউবাজার এলাকায় একটা সমস্যা ছিল। আর সেই সমস্যা কাটিয়ে আশার আলো দেখা যাচ্ছে। আর তা মিটে গেলে আগামী ডিসেম্বরেই হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে বলে খবর।
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়