চব্বিশের লোকসভা নির্বাচনের ঘণ্টা ইতিমধ্যেই বেজে গিয়েছে। তার প্রাক্কালেই মিঠুন চক্রবর্তীর সঙ্গে তৃণমূলের তারকা বিধায়ক রাজ চক্রবর্তী। একে অপরের বিরোধী শিবিরের হলেও সৌজন্যবোধ বজায় রেখেছেন রাজ-মিঠুন।
আসলে পরিচালক রাজের নতুন ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ‘মিঠুনদা’। বুধবার শুটিং সেট থেকেই প্রকাশ্যে এল পয়লা দিনের কাজের ঝলক। শশব্যস্ত পরিচালক রাজ। মিঠুন চক্রবর্তীও ততোধিক অ্যাক্টিভ। কখনও ভাতের থালা হাতে দেখা গেল তাঁকে আবার কখনও বা পরিচালকের নির্দেশ মেনে একের পর এক শট দিচ্ছেন মহাগুরু। কে বলবে গত মাসেই হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা! রাজনৈতিক রং-দর্শনের উর্ধ্বে গিয়ে যাঁকে হাসপাতালে দেখতে ছুটেছিলেন বিজেপি-তৃণমূলের অনেকেই।
রাজনৈতিক দল-রং, মতাদর্শের উর্ধ্বে গিয়ে এর আগেও মিঠুনের সঙ্গে কাজ করেছেন দেব, সোহম। এবার সেই তালিকায় রাজ চক্রবর্তী। এসভিএফ-এর প্রযোজনায় দিন কয়েক আগেই টলিউডের চার জনপ্রিয় পরিচালককে নিয়ে হয়ে গিয়েছে ‘মহা মহরৎ’।

More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়