কলকাতা হাই কোর্টের দেওয়া ডেডলাইনের পরেও দীর্ঘ টানাপোড়েন। কলকাতা হাই কোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের বেঁধে দেওয়া ডেডলাইন অনুযায়ী, বুধবার বিকেল সোয়া চারটের মধ্যে সিবিআইয়ের হাতে শেখ শাহজাহানকে হস্তান্তর করার কথা ছিল। সেই রায় অনুযায়ী নির্দিষ্ট সময়ের কিছু আগেই ভবানী ভবনে পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তবে নির্দিষ্ট সময়ের পর প্রায় ঘণ্টাদুয়েক কেটে গেলেও শেখ শাহজাহানকে হেফাজতে পায়নি সিবিআই। তাতে ক্ষুব্ধ হয়ে ফের হাই কোর্টে যায় ইডি।
দীর্ঘ টানাপোড়েনের পর পরে সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। ঘণ্টাতিনেক অপেক্ষার পর অভিযুক্ত শাহজাহান এবং মামলার কাগজপত্র নিয়ে ভবানী ভবন থেকে বেরন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে শাহজাহানকে।
More Stories
বিশ্বসেরা এ আই পরিকাঠামো তৈরিতে নজর কারলো জিও
ব্রাজিলের ৪১ টি ম্যাকাও কে স্থানান্তরিত করা হলো ভানতারায়
শিক্ষার্থীদের উদ্দেশ্যে কি বললেন মুকেশ আম্বানি!