দোল উৎসব কাটতেই ফের বৃষ্টির পূর্বাভাসের কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। সূএের খবর, পশ্চিমী ঝঞ্ঝার কারণে সপ্তাহের শেষে ফের বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গ। বুধবার থেকেই আবহাওয়া পরিবর্তন হওয়ার সম্ভাবনা জম্মু ও কাশ্মীর-সহ উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এবার দক্ষিনবঙ্গে তুলনামূলক কম গরম পড়তে পারে। তবে সকালে তাপমাএা বাড়লেও সন্ধ্যার পর ফের হালকা শীতের আমেজ এখন অনুভব করা যায়। তবে মঙ্গলবার হোলিতে বৃষ্টির সম্ভবনা নেই বলেই জানিয়েছে, আলিপুর আবহাওয়া দফতর।