September 16, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

শনিবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা

শনিবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা। তবে বৃষ্টির প্রভাবে তাপমাত্রা খুব একটা কমবে না। কলকাতায় রাতের দিকে সামান্য বৃষ্টি হতে পারে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি। মঙ্গলবার একধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি বেড়ে দাঁড়াল ১৬ ডিগ্রি সেন্টিগ্রেডে। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৩২ থেকে ৯২ শতাংশ।

পরপর তিনটি পশ্চিমী ঝঞ্ঝা। একটির রেশ কাটতে না কাটতেই আরও এক পশ্চিমী ঝঞ্ঝা বঙ্গে ঢুকবে আগামী ৩ ফেব্রুয়ারি। এদিকে বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় তৈরি হচ্ছে, যার প্রভাবে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। শুক্রবার পর্যন্ত মেঘলা আকাশ ও বৃষ্টির (Rain) সম্ভাবনা। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আর এই অসময়ে বৃষ্টির প্রভাবে সবজি চাষে ক্ষতির আশঙ্কা প্রবল। আজ থেকে বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতায়। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

চলতি মৌসুমের শীতের মাঝে বৃষ্টিতে ভেসেছে বঙ্গ | বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে বঙ্গে শীতের আমেজ ফিরতে খুশি বঙ্গবাসী | আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ স্বাভাবিকের থেকে 3 ডিগ্রী বেশি | কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস | বাতাসে আদ্রতার পরিমাণ 92 শতাংশ |