
সামনেই লোকসভা নির্বাচন | নির্বাচনের আগে বাজেট অধিবেশন পেশ করবেন নির্মলা সীতারামন | তাতে মনে করা হচ্ছে ভারতীয় রেলের জন্যে একগুচ্ছ বড় ঘোষণা মোদী সরকার | বন্দে ভারত এবং অমৃত ভারত এক্সপ্রেস সফল হওয়ার জন্যে রেলের জন্যে বড় ঘোষণা নির্মলা সীতারমন করতে পারেন।
আগামীকাল ১ লা ফেব্রুয়ারি এই বাজেট ঘিরে বাড়ছে প্রত্যাশার পারদ। নির্বাচনের দিকে তাকিয়ে একাধিক জনমুখী ঘোষণা মোদী সরকার করতে পারে বলে অনুমান। পাশাপাশি, অন্তর্বর্তী এই বাজেটে 2024-25 সালে ভারতীয় রেলের জন্য পর্যাপ্ত পুঁজির দিশাও এই বাজেটে থাকবে বলে মনে করা হচ্ছে।
More Stories
গুজরাটের জামনগরের প্রাণিবিদ্যা উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রকে ক্লিন চিট দিল সুপ্রিম কোর্ট
‘মায়ের সাথে সেজে উঠুন’ স্মার্ট বাজারের সাথে
ভ্যানতারা রক্ষণাবেক্ষণে তৎপর রিলায়েন্স