
পেশ হতে চলেছে দ্বিতীয় মোদি সরকারের শেষ বাজেট | দাবি করা হচ্ছে, কেন্দ্রের লক্ষ্য ২০২৫-২৬ অর্থবর্ষের শেষে ঘাটতি কমিয়ে আর্থিক ঘাটতি কমিয়ে জিডিপির ৪.৫ শতাংশে নিয়ে যাওয়া। এবারের বাজেট থেকেই সেই চেষ্টা শুরু করা হবে।
সূত্রের খবর, এবারে ৩ মাসের জন্য ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হবে। আর সেদিকে চোখ থাকবে সকলের। ওয়াকিবহাল মহল মনে করছে, কেন্দ্র এবার আর্থিক ঘাটতি মেটাতে উদ্যোগী হবে। অনুমান, ২০২৩-২৪ অর্থবর্ষের শেষে অর্থাৎ এবছরের মার্চে ঘাটতি কমিয়ে তা ৫.৯ শতাংশে নিয়ে যাবে কেন্দ্র। এমনই দাবি | এছাড়াও অনুমান করা হচ্ছে, লগ্নি বাড়াতে জোর দেবে সরকার। আর তার ফলে উৎপাদন বাড়বে, গতি আসবে রপ্তানিতেও। যার নিট ফল কর্মসংস্থান বৃদ্ধি। এৎ ফলে ঘাটতিও মেটানো যাবে। আপাতত সেই দিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল।
More Stories
গুজরাটের জামনগরের প্রাণিবিদ্যা উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রকে ক্লিন চিট দিল সুপ্রিম কোর্ট
‘মায়ের সাথে সেজে উঠুন’ স্মার্ট বাজারের সাথে
ভ্যানতারা রক্ষণাবেক্ষণে তৎপর রিলায়েন্স