
জানুয়ারির শেষ সপ্তাহে ফের আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। বুধবার থেকে আবারও পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে ঘন কুয়াশা তো থাকবেই। রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশার চাদরে মুখ ঢাকতে পারে দক্ষিণের জেলাগুলি।
উত্তর থেকে দক্ষিণ কাঁপছে ঠান্ডায়। সঙ্গী ঘন কুয়াশা। উত্তরের পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতেও ঘন কুয়াশার পর্দা। বেলা গড়ালেও দেখা নেই সূর্যের। আকাশের মুখ ভার। শুধু দক্ষিণবঙ্গ নয়, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হবে উত্তরেও। চলবে তুষারপাতও। ইতিমধ্যে দার্জিলিংয়ের উচু এলাকা তুষারপাত শুরু হয়েছে। তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের নিচে।
চলতি মৌসুমের শীতের মাঝে বৃষ্টিতে ভেসেছে বঙ্গ | বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে বঙ্গে শীতের আমেজ ফিরতে খুশি বঙ্গবাসী | আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ স্বাভাবিকের থেকে 3 ডিগ্রী বেশি | কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস | বাতাসে আদ্রতার পরিমাণ 92 শতাংশ |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়