প্রায় তিনমাস ধরে গোটা দেশে দাপিয়ে বেড়াচ্ছে ওমিক্রনের তুতোভাই JN.1। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে গোটা দেশে এই মুহূর্তে ১২০০ জন JN.1-এ আক্রান্ত। তার মধ্যে বাংলায় রয়েছেন ৯৬ জন। বস্তুত ঠান্ডার প্রকোপ যত বাড়ছে সংক্রমণের আধিক্যও বাড়ছে। এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশেরই এক হাল। রবিবারের তথ্য অনুযায়ী, ৮ জানুয়ারি রাজ্য থেকে ২৭২ টি কোভিড পজিটিভ নমুনা আরটিপিসিআর পরীক্ষার পর কল্যাণীর কেন্দ্রীয় ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য। সেই তথ্য যেমন রাজ্যের কাছে এসেছে তেমনই কেন্দ্রের কোভিড পোর্টালেও দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০২০ সালের শুরুতে বিরাট আকার নেয় । মারণ ভাইরাসের দাপটে ঘরবন্দি হতে হয়েছিল দেশবাসীকে। মেনে চলতে হয়েছে একাধিক নির্দেশ। তার পর ধীরে ধীরে পরিস্থিতি আয়ত্তে এসেছে। টিকাকরণ হয়েছে। দাপট কমেছে করোনার। একবছরের ব্যবধানে ফের মাথা চাড়া দিচ্ছে করোনা। এদিন নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “পারলে সবাই মাস্ক পরবেন। প্রাইভেট নার্সিংহোমগুলোর কাছে আবেদন, আইসিসিইউ একটু স্যানিটাইজ করুন। সরকারি হাসপাতাল পরিচ্ছন্নই থাকে।”

More Stories
গ্রাহক বৃদ্ধিতে রেকর্ড গড়ল জিও
জিও ইনস্টিটিউট এবং INSMA সফল ভাবে সমাপ্ত করল ক্রীড়া ব্যবস্থাপনা সম্মেলন
ডঃ মাশেলকরের সংবর্ধনা অনুষ্ঠানে কি বললেন মুকেশ আম্বানি