
টানা ১৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশি করে দমকল মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির বাড়ি থেকে বেরলেন ইডি | সূত্রে খবর, তিনি পুর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যা যা প্রশ্ন করা হয়, তার সমস্ত জবাব দিয়েছেন মন্ত্রী। এরপর ইডি তরফ থেকে জানানো হয়েছে কার্যত সব রকমের সহযোগিতা করেছেন সুজিত বসু |
প্রসঙ্গত আজ অর্থাৎ শুক্রবার একাধিক কর্মসূচি ছিল সুজিত বসুর। ইডি তল্লাশির কারণে কোথাও বেরতে পারেননি তিনি। ইডি আধিকারিকরা তাঁকে জানিয়েছিলেন, যতক্ষণ তল্লাশি, জিজ্ঞাসাবাদ চলবে, ততক্ষণ মন্ত্রীকেও বাড়িতে থাকতে হবে। তাই সমস্ত কর্মসূচি বাতিল করতে হয় তাঁকে।
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়