Seismograph with paper in action and earthquake - 3D Rendering
একের পর এক ভূমিকম্প বিশ্বের নানা প্রান্তে। জাপানের পর বৃহস্পতিবার দুপুরে কেঁপে উঠল দিল্লি-সহ উত্তর ভারতের বিশাল অঞ্চল । ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্তান | ন্যাশনাল সেন্টার অফ সেসমিলজি সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর ২টো ৫০ নাগাদ কেঁপে ওঠে আফগানিস্তান। সেদেশের রাজধানী কাবুল থেকে ২০০ কিলোমিটারেরও বেশি দূরত্বে ছিল কম্পনের উৎসস্থল। রিখটার স্কেলে ৬.১ মাত্রায় কেঁপে ওঠে আফগানিস্তান। ভালো রকম প্রভাব পড়ে ভারতের বিশাল এলাকাতেও।

More Stories
ভারতীয় মহিলা ক্রিকেট দলের জয় উদযাপন করলেন নীতা আম্বানি
জিও ব্যবহারকারীদের জন্য ১৮ মাসের গুগল জেমিনি প্রো প্লান বিনামূল্যে
কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবকে ত্বরান্বিত করতে রিলায়েন্স এবং গুগলের অংশীদারিত্ব