December 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে এবার বড়সড় পদক্ষেপ

আগামী মাসেই মাধ্যমিক। মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে এবার বড়সড় পদক্ষেপের পথে মধ্যশিক্ষা পর্ষদ। প্রতিবছর প্রশ্ন ফাঁস রুখতে পর্ষদের তরফে একাধিক পদক্ষেপ করা হয়। তা সত্ত্বেও পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরই দেখা যায় ভাইরাল প্রশ্নপত্র। সেই কারণেই নয়া পদক্ষেপ করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ৷

জানা গিয়েছে, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি বৃহস্পতিবার মালদহে গিয়ে শতাধিক স্কুলের প্রধান শিক্ষক এবং পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই তিনি জানিয়েছেন, প্রতিটি প্রশ্নপত্রে একটি করে ‘কোড’ থাকবে। প্রশ্নপত্র ফাঁস হলেই সেই ইউনিক কোড দেখে পরীক্ষার্থীকে শনাক্ত করা সম্ভব হবে। এছাড়াও সমস্ত স্কুলে থাকছে সিসিটিভি ক্যামেরা। সিভিক ভলান্টিয়ারদের পরীক্ষা কেন্দ্রের ভিতরে ঢোকা বারণ।