শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে ‘কিংপিন’ বলে দাবি সিবিআইয়ের। গত বছরের জুলাই মাসে গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায়। প্রাক্তন মন্ত্রী ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অর্পিতার বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধার হয়। এছাড়া বিপুল পরিমাণ গয়নাগাটিও উদ্ধার হয়।
এরপর জানা গিয়েছে, আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, দুর্নীতি মামলায় মিডলম্যানদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল প্রাক্তন শিক্ষামন্ত্রীর। পার্থর নির্দেশেই একাধিক ব্যক্তি দুর্নীতিতে জড়িয়েছেন বলেই দাবি।এদিকে, বুধবার ফের জামিনের আবেদন জানান পার্থ চট্টোপাধ্যায়। প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী আদালতে জানান, “আমার মক্কেলের জয়েন্টে সমস্যা। হাই সুগার। কিডনির সমস্যা দীর্ঘদিনের। মেডিক্যাল বোর্ডের পরামর্শ ছিল নিয়মিত রক্তপরীক্ষা করার। গত ৯ মাসে রক্তপরীক্ষা হয়নি। জেলে চিকিৎসা হচ্ছে না। যেভাবে চিকিৎসা হওয়া দরকার, সেটা হচ্ছে না।”
More Stories
রাজ্যজুড়ে চলছে ট্যাব দুর্নীতির তদন্ত
মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন রাজ্যপাল
আচমকা নবান্ন চত্বরে মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে হাজির এক ব্যক্তি