September 17, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

শাহ এবং জেপি নাড্ডা গোপন বৈঠক

মঙ্গলবার দলের ১৫ জন নেতাকে নিয়ে শাহ এবং জেপি নাড্ডা গোপন বৈঠক | কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, তৃণমূলকে হারাতে হলে নিজেদের সংগঠন বাড়িয়ে নিজেদের শক্তিতেই লড়তে হবে। তিনি বুঝিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় সরকার বা কোনও তদন্তকারী সংস্থার উপরে নির্ভর করে বসে থাকলে লোকসভায় ভালো ফল করা যাবে না। সংগঠন মজবুত করে নিজেদের আসরে নামতে হবে।

সূত্রের খবর, আগামী লোকসভা নির্বাচনে একাধিক সাংসদের টিকিট পাওয়া নিয়ে এদিন প্রশ্ন উঠেছে বিজেপির বৈঠকে। আবার একাধিক বিধায়ককে টিকিট দেওয়ার কথা ভাবা হচ্ছে। পাশাপাশি, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ, কেন্দ্রের জনমুখী প্রকল্পগুলি আরও বেশি করে বাংলার মানুষের কাছে পৌঁছে দিতে হবে। রাজ্যে বিভিন্ন দুর্নীতির অভিযোগে একাধিক মন্ত্রী জেলবন্দি, দুর্নীতি নিয়ে আরও সরব হওয়ার নির্দেশ দিয়েছেন শাহ।