
। বড়দিন থেকে নতুন বছরের আনন্দ, সবেতেই জল ঢালতে হাজির ভিলেন ভাইরাস | করোনা নিয়ে দিন দিন উদ্বেগ বাড়ছে দেশবাসী | ইতিমধ্যে তিন রাজ্যে মোট ২১ জনের বেশি মানুষের শরীরে করোনার উপপ্রজাতি জে এন ওয়ান এর হদিশ মেলেছে । ইতিমধ্যেই ভয়ঙ্কর হচ্ছে কেরলের পরিস্থিতি | পরিস্থিতি সামাল দিতে কোমর বেঁধে নেমে পড়েছে কেন্দ্র | পাশাপাশি এই দিনের বৈঠকের পর রাজ্যের হাসপাতাল গুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে | পাশাপাশি কেন্দ্রে তরফের রাজ্যকে সব রকমের সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছে |
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রধান কারণ হল শীত। বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে, শীতের মরসুমে ঠান্ডা এবং শুষ্ক পরিবেশে কোভিড-১৯ ছড়ায় বেশি। সেই কারণেই বর্তমানে জেএন.১- এর বাড়বাড়ন্ত। উল্লেখ্য, আবহাওয়া যে কোভিড ছড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় তা আগেও দেখা গিয়েছে। একই কারণে গ্রীষ্মপ্রধান অঞ্চলের তুলনায় শীতপ্রধান জায়গায় করোনার উৎপাত তীব্র।
More Stories
গুজরাটের জামনগরের প্রাণিবিদ্যা উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রকে ক্লিন চিট দিল সুপ্রিম কোর্ট
‘মায়ের সাথে সেজে উঠুন’ স্মার্ট বাজারের সাথে
ভ্যানতারা রক্ষণাবেক্ষণে তৎপর রিলায়েন্স