আগামী বছর জানুয়ারিতে আসছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা | ১৮ জানুয়ারি থেকে সল্টলেকের করুনাময়ীতে শুরু হচ্ছে 47 তম আন্তর্জাতিক বইমেলা | বইমেলা উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | মেলা চলবে ৩১শে জানুয়ারি পর্যন্ত |
তবে এবারের বইমেলায় পার্কিংয়ের যাতে কোন সমস্যা না হয় সে ব্যাপারে তৎপর রাজ্য প্রশাসন | এ নিয়ে নবান্ন তরফে নয়া ভাবনা ভাবা হচ্ছে | জানা গিয়েছে ওই চত্বরে থাকা সমস্ত সরকারি দপ্তরে এবার শনি রবি এবং ছুটির দিনে বইমেলা উপলক্ষে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হবে | পাশাপাশি, বইমেলা শুরুর আগে সল্টলেকের সমস্ত রাস্তাঘাট সরানো হবে | এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ফিরাদ হাকিম, সৌমিত্র মোহন সহ একাধিক আধিকারিকগণ | জানা গিয়েছে, এবারে প্রায় ১০০ টি বাড়তি স্টল বসবে বইমেলায় ।
More Stories
রাজ্যজুড়ে চলছে ট্যাব দুর্নীতির তদন্ত
মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন রাজ্যপাল
আচমকা নবান্ন চত্বরে মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে হাজির এক ব্যক্তি