
বড়দিন উপলক্ষে এবার মধ্যরাত পর্যন্ত চলবে মেট্রো পরিষেবা । পাশাপাশি ২৪ ডিসেম্বর অর্থাৎ টেট উপলক্ষে সকাল সকাল শুরু হবে মেট্রো পরিষেবা | জানা গিয়েছে, ২৫ ডিসেম্বর দক্ষিণেশ্বর বা দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রো মিলবে সকাল ৮:৫৫ মিনিটে । দক্ষিণেশ্বর থেকে কবিসুভাষগামী শেষ মেট্রো ছাড়বে ১০.৫৮ মিনিটে অর্থাৎ রাত ১১ টায় |
অন্যদিকে, দমদম থেকে কবি সুভাষগামী মেট্রো ছাড়বে 11 টা 10 মিনিটে । আবার টেটের দিন অর্থাৎ ২৪শে ডিসেম্বর সকালের প্রথম মেট্রো মিলবে সকাল ছটা পঞ্চান্ন মিনিটে । পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে | অন্যান্য দিন সব মিলিয়ে ২৮৮ টি মেট্রো চলে | তবে বড়দিনে চলবে 197 টি মেট্রো | তবে ওই দিন শেষ মেট্রো মিলবে অনেক রাতে |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়