সপ্তাহের প্রথম দিনে কর্মব্যস্ততার মাঝে বড়সড়ো দুর্ঘটনা রাসবিহারী এভিনিউতে | নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস দুটি বাইক একটি অটোর ধাক্কা । তবে দুর্ঘটনায় কোন হতাহতের খবর নেই |
প্রসঙ্গত, এই দুর্ঘটনাটি ঘটে শহরে ব্যস্ততম জায়গা আর রাসবিহারী এভিনিউতে | এই ঘটনায় তীব্র যানজটের সৃষ্টি হয় | ভোগান্তিতে নিত্যযাত্রীরা | এরপর ঘটনাস্থলে এসে পুলিশ যানজট মুক্ত করে | পুলিশের তৎপরতা স্বাভাবিক হয় জান চলাচল | এবং এ বিষয়ে খতিয়ে দেখছে ট্রাফিক পুলিশ | প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছেন, বাসের সামনে আচমকা একটি অটো চলে আসে | তাকে বাঁচাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাইককে ধাক্কা মারে বাসটি | এরপর বাসটি ঘুরে রাস্তার একদিক থেকে আরেক দিকে চলে আসে |

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী