
বীরভূমের বাসিন্দা রেখা পাল | তার বাবার সম্পত্তি বক্কেশ্বর তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য অধিগ্রহণ করে রাজ্য সরকার | এরপর গত ১২ই অক্টোবর ২০১২ সালের রাজ্য সরকারের পক্ষ থেকে একটি নির্দেশিকা প্রকাশ করা হয় | সেই নির্দেশিকা অনুসারে বিশেষ ছাড়ের কোটাতে চাকরি আবেদন জানান রেখা পাল | বাবার সম্পত্তির ক্ষতিপূরণ হিসেবে রেখা দেবী চাকরি চেয়ে বসেন |
তবে ওই আবেদনের পর রাজ্য সরকার তার আবেদন খারিজ করে দেয় | কারণ জানা গিয়েছে, রেখা পাল বিবাহিত | অন্যদিকে, বিবাহিত মেয়ে বাবার সম্পত্তির অংশীদার | তাহলে বাবার মৃত্যুর পর কেন পরিবারের সদস্য নয় এই যুক্তিতে খারিজ হয়ে গেল রাজ্য সরকারের নির্দেশ | হাইকোর্টের ওই রায়ের পরই বিবাহিত এক মহিলার চাকরির পাওয়ার পথ অনেকটাই সুগম বলে মনে করা হচ্ছে | তাই তিনি বিশেষ গোটা চাকরি পাওয়ার উপযুক্ত প্রার্থী নয় | এদিকে বাবার মৃত্যুর পর থেকে বিধবা মায়ের দেখাশোনার দায়িত্ব তিনি পালন করে আসছেন |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়