বুধবার নবান্নে টেট পরীক্ষার আয়োজন নিয়ে মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীর উপস্থিতিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে একাধিক সিদ্ধান্ত হয়েছে। তবে সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে পরিবহণ ব্যবস্থার উপর। কারণ ওইদিনই রাজ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুষ্ঠান।
পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে যাতে সমস্যা না হয়, সেকারণে পরিবহণ দপ্তরকে বাড়তি বাসের ব্যবস্থা করার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী। পাশাপাশি পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
প্রসঙ্গত, গতবারের তুলনায় কমেছে এবারের টেট পরীক্ষার্থীর সংখ্যা। তিন লক্ষেরও বেশি পরীক্ষার্থী দেবেন এবারের টেট। দুপুর ১২ টা থেকে পরীক্ষা শুরু হবে।

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী