মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুরু | উৎসবের উদ্বোধনে এবারে থাকছেন সৌরভ- সালমান | সেই উপলক্ষে মঙ্গলবার ভোর পাঁচটায় কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন সালমান খান | রাজ্য সরকারের পক্ষ থেকে তাকে সেখান থেকে স্বাগত জানাবেন মন্ত্রী বাবুল সুপ্রিয় ।
প্রসঙ্গত, এবারের উদ্বোধনী মঞ্চে সালমানের সঙ্গী হবেন সোনাক্ষী সিনহা | সোনাক্ষীর বাবা তথা তৃণমূল নেতা শত্রুঘন সিনহা উপস্থিত থাকবেন | সঙ্গে থাকবে দক্ষিণী সুপারস্টার কমল হাসান | পাশাপাশি দেখা যাবে অনিল কাপুরকেও | এছাড়া উপস্থিত থাকবেন মহেশ ভাট | তবে এদিন সালমানের পাশাপাশি একই মঞ্চে দেখা যাবে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গঙ্গোপাধ্যায় কেউ |
More Stories
সারা বাংলা ঘুরে ‘রাজার রাজা’ হয়েই কামব্যাক করলেন দেব
মেয়ের জন্মের হাসপাতালের বিল নিয়ে ফের চর্চার শিরোনামে কাঞ্চন
কোয়েলের কোল জুড়ে এল ফুটফুটে কন্যা সন্তান