ফের দুর্যোগের আশঙ্কা বঙ্গে! আবহাওয়া অফিস বলছে, আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে। আগামী দুদিনে অর্থাৎ ২৯ নভেম্বরের মধ্যে গভীর নিম্নচাপের রূপ নেবে এটি। পরের দুদিন অর্থাৎ পয়লা ডিসেম্বরের মধ্যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। গভীর নিম্নচাপে পরিণত হলে তার গতিপথ স্পষ্ট হবে। বাংলার ভাগ্যে কী লেখা রয়েছে, তা জানা যাবে আগামী দুদিনের মধ্যে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের উপকূল ও বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে কলকাতায়। ২০ ডিগ্রির উপরে উঠবে পারদ। পশ্চিমের জেলাগুলিতে ১৫ ডিগ্রির উপরে উঠবে সর্বনিম্ন তাপমাত্রা। আপাতত চলতি সপ্তাহে নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা নেই।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 20 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রী সেলসিয়াস |
More Stories
আগামী ২৪ ঘন্টায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দক্ষিণবঙ্গের চার জেলায়
রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা
রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গে ফের শীতের আমেজ