দীর্ঘ ১৭ দিন ধরে উত্তর কাশিতে আটকে থাকা বাংলা শ্রমিকদের এবার রাজ্যে ফেরাতে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | মোট আটকে থাকা ৪১ জন শ্রমিকের মধ্যে বাংলার তিন শ্রমিক রয়েছে | তাদেরকে ফেরাতে এবং উদ্ধারকার্যে সাহায্য করতে রাজ্য থেকে পাঠানো হলো বিশেষ দল | এ বিষয়ে টুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।
তিনি লিখেছেন, “উত্তর কাশির সুরঙ্গে আটকে পড়া বাংলা তিন শ্রমিককে ফিরিয়ে আনতে সেখানে যাচ্ছে দিল্লির রেসিডেন্ট কমিশনারের লিয়াস অফিসার রাজদীপ দত্তের নেতৃত্বাধীন একটি টিম” | জানা গিয়েছে, দিল্লি থেকে গাড়িতে উত্তরকাশির পথের রওনা দিয়েছেন ওই বিশেষ দল | গত ১৬ দিন ধরে চূড়ান্ত উদ্বেগের মধ্যে রয়েছে এই সমস্ত শ্রমিকের পরিবার | নানা যান্ত্রিক গোলযোগের জন্য বারবার থেমে গিয়েছে উদ্ধার কার্যের কাজ | তবে সব ঠিক থাকলে মঙ্গলবার সকালে উদ্ধার করা সম্ভব হবে বলে খবর ।
More Stories
আগামী ২৪ ঘন্টায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দক্ষিণবঙ্গের চার জেলায়
রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা
রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গে ফের শীতের আমেজ