
গান গাইতে গাইতে হঠাৎই চুপটি করে দাঁড়িয়ে রইলেন অরিজিৎ সিং | এ কি কাণ্ড ঘটনা! এমন ঘটনা দেখেই অবাক সকলে | ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক ।
গানই ধ্যান জ্ঞান | অথচ সেই গান গাওয়ার মাঝে হঠাৎ এই দর্শকদের চিল চিৎকার, রীতিমতো থতমত খেয়ে গেলেন অরিজিৎ সিং | আর তখনই গান থামিয়ে চুপটি করে দাঁড়িয়ে রইলেন তিনি | এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা দেখে অনুরাগীদের মধ্যে ঘুরছে নানা প্রশ্ন | জানা গিয়েছে, ভিডিওটি দুবাইয়ের একটি কনসার্টের | সেখানে জয়া আখতারের নতুন ছবির নতুন গান গেয়েছেন অরিজিৎ | সেই গান শুনে উল্লাসে ফেটে পড়েছিল অনুরাগীরা | আর সেই ঘটনায় গান থামিয়ে মঞ্চে চুপ করে দাঁড়িয়ে গেলেন অরিজিৎ |
More Stories
টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করেছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’ সিজন ১৯
একের পর এক ঝোড়ো ব্যাটিং করছেন ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়
টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন ইডির