December 21, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

সল্টলেকের দত্তাবাদে উদ্ধার কৌটো বোমা

সল্টলেকের দত্তাবাদ এলাকা থেকে কৌটো বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে, শনিবার রাতে। সূত্রের খবর, মুখে কালো কাপড় বেঁধে বেশ কয়েকজন দুষ্কৃতী ওই এলাকায় ঢুকে একের পর এক কৌটো বোমা ছোঁড়ে তবে একটাও না ফাটায় ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতীদল, এমনটাই অভিযোগ স্থানীয়দের। এরপর রবিবার সকালে বিধাননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কৌটো বোমা উদ্ধার করে। স্থানীয়দের অভিযোগ, ক্রমশই তাঁদের এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য বাড়ছে। ঘটনাটির জেরে আতঙ্কিত এলাকাবাসী। তবে কে বা কারা ওই এলাকায় কৌটো বোমা ছুড়ল, সে বিষয়ে এখনও কিছুই জানতে পারেনি পুলিশ। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে, বিরোধীদের দাবি, এই ঘটনার সঙ্গে শাসকদলের যোগসাজশ রয়েছে। তারাই রাজ্যজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরির চেষ্টা করছে।