September 15, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

নিয়োগ দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে তলব করলো ইডি

নিয়োগ দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে তলব করলো ইডি | আজ ১১টা বেজে ৬ মিনিট নাগাদ ইডি দফতরে পৌঁছন অভিষেক। এদিন বেলা পৌনে ১১টা নাগাদ সিজিওতে ইডি দফতরে হাজিরা দেওয়ার উদ্দেশে বাড়ি থেকে বেরন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।

প্রসঙ্গত, জন্মদিনেই অভিষেককে তলব করে ইডি। বৃহস্পতিবার ৯ নভেম্বর সশরীরে হাজিরার জন্য নোটিস পাঠানো হয় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে। সূত্রের খবর, অভিষেক বন্দোপাধ্যায়ের হাজিরা উপলক্ষে এদিন সকাল থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় সিজিও কমপ্লেক্স। বিধাননগর পুলিসের বিশাল বাহিনী মোতায়েন করা হয়। সিজিও কমপ্লেক্সে ঢোকা ও বেরনোও নিয়ন্ত্রণ করা হচ্ছে।