
বঙ্গ রাজনীতিতে সরগরম সিঙ্গুর কান্ড | আরবিট্রল ট্রাইবুনালের জয় পেয়েছে টাটা গোষ্ঠী | সেখানে রাজ্যকে মেটাতে হবে বিপুল অংকের ক্ষতিপূরণ |
প্রসঙ্গত, আরবিট্রল ট্রাইবুনালের আরবিট্রেশন নিয়ে অবশ্য মন্তব্য করেনি রাজ্যের প্রশাসনিক প্রধান । জানাননি রাজ্যের শিল্পনিগম ৭৬৬ কোটি টাকা ক্ষতি করেন মিটবে কিনা | বরং সিঙ্গুরের জমি হারাদের পাশে যে রাজ্য সরকার সব সময় রয়েছে তা আরো একবার স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি জানান, জমি হারাদের মাসিক ২ হাজার টাকা করে দেয় রাজ্য | পাশাপাশি রাজ্য তাদের পরিবারকে প্রতিপালন করার ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন তিনি |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়