বিশ্বকাপে এবারে অপ্রতিরোধ্য ভারত | আজ অর্থাৎ রবিবার ইডেনে এবার দক্ষিণ আফ্রিকাকে বিশাল ব্যবধানে হারিয়ে দিলেন রোহিত শর্মারা | ২৪৩ রানে দক্ষিণ আফ্রিকাকে হারালেন ভারত | জন্মদিনে অনবদ্য শত রান করলেন বিরাট কোহলি |
এদিন রাজভবনের লনে বসে জায়েন্ট স্ক্রিনে আমজনতার সঙ্গে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ দেখছিলেন রাজ্যপাল | তবে এবারে ম্যাচের টিকিট নিয়ে রীতিমতো কালোবাজারি শুরু হয়েছিল, এমনটা অভিযোগ উঠেছে | রাজভবনে এন্টি করাপসেনাল সেলে টিকিট বিক্রি নিয়ে অভিযোগ জমা পড়েছে | তবে এই সমস্ত সামগ্রিক পরিস্থিতি বিচার করে দেখা হবে বলে রাজভবন সুত্রে খবর |

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী