December 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

নভেম্বরে শুরুতেই বাড়বে পারদ

হেমন্তের হাওয়ায় সাময়িক বদল ঘটবে। উত্তর-পূর্ব দিক থেকে বাতাস বইছে। ধীরে ধীরে পূবালী হাওয়ার প্রভাব টের পাওয়া যাবে। আপাতত কিছুটা ঊর্ধ্বমুখী হবে পারদ। নভেম্বরের ৩ তারিখ পর্যন্ত তাপমাত্রা আরও দু-তিন ডিগ্রি বাড়তে পারে। জেলায় জেলায় শীতের আমেজ কমবে।

অক্টোবরের শেষে নামবে পারদ। নভেম্বরের শুরুতে আবার গরম বাড়বে। তাপমাত্রার ওঠানামা থাকবে আগামী কয়েক দিন। এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের। ৩ ডিগ্রি তাপমাত্রা নেমে আবার ২ ডিগ্রি থেকে তাপমাত্রা কমবে আগামী ২-৩ দিনে। আবহাওয়ার খামখেয়ালীপনায় স্বাস্থ্যের অবনতি হওয়ার আশঙ্কাও রয়েছে।

আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 32.2 ডিগ্রী সেলসিয়াস |