নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারে পরপর পূজোর উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | রাত পোহালেই মহালয়া | আসছে পুজো | প্রতিবছর কলকাতার পূজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী | তবে এবার যেহেতু তিনি সশরীরে প্যান্ডেলে হাজির থাকতে পারছেন না, তাই পূজাকে সামনে রেখে জনসংযোগে পূজা উদ্বোধন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
প্রতিবছরের মতো এ এবছর মুখ্যমন্ত্রী দেবীর চোখ আঁকতে পারেননি | সেই রীতিতে কিছুটা পড়ল ছেদ | গতকাল অর্থাৎ বৃহস্পতিবার কালীঘাটের বাড়িতে বসে জেলার পুজো উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী ।

More Stories
সাতসকালে কলকাতায় ভূমিকম্প
শীতের দিনে ঘুরে দেখুন কলকাতা
রাতের শহরে ভয়াবহ দুর্ঘটনা