হাতেগোনা আর কয়েকটা দিন পর পুজো | উৎসবের আমেজে সেজে উঠেছে আকাশ বাতাস | প্রতি বছরের মতো এবছরও পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়ালি কলকাতা ও জেলার জেলায় পূজা উদ্বোধন করলেন তিনি |
তিনি জানান, “আমি এমনিতে ঠিক আছি | কিন্তু আমার পা একটা চোট আছে । কিছুদিন লাগবে সারতে | ওখানে সংক্রমণ হয়ে গিয়েছে | আমি যদি এখন হাটাহাটি শুরু করি, তাহলে পরে এটা আবার বাড়বে | ডাক্তারদের বারণ আছে | আপনাদের কাছে সশরীরে উপস্থিত না থাকলেও মানসিকভাবে আমি পৌঁছে গিয়েছি” | আগের বছর সশরীরে পুজো প্যান্ডেলে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী । দেবীর চোখও এঁকেছিলেন তিনি | তবে সেই কাজে ছেদ করল এ বছর |

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী