
আসতে চলেছে দেবের বাঘা যতীন ছবি | ছবির প্রচারে যাদবপুর বাঘাযতীন স্কুলে গেলেন দেব | সেখানে স্কুলের ছাত্রদের সঙ্গে কথা বললেন তিনি | এবার এই ছবির নয়া গান ‘জাগো রে বাঘা’ লঞ্চ করে | দেবের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন এই ছবির সংগীত পরিচালক নীলায়ন চট্টোপাধ্যায়ও।
তবে এদিন স্কুলে দেব কে দেখে উচ্ছাসিত হয়ে পড়েন ছাত্ররা ছবির প্রচারের পাশাপাশি ছাত্রদেরকে ভোকাল টনিক দিলেন দেব | অভিনেতা বলেন, ‘শিক্ষার অন্য কোনও বিকল্প নেই। যদি তোমার হাতে ভালো ডিগ্রি থাকে তাহলে বড় বড় মানুষেরা তোমাকে সম্মান করবে। বলবে যে এসো, চাকরি করো। শিক্ষা না থাকলে সম্মান নেই বাজারে। পড়াশোনা খুবই দরকার’।
More Stories
টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করেছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’ সিজন ১৯
একের পর এক ঝোড়ো ব্যাটিং করছেন ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়
টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন ইডির