পুজোর আগের রান্নার গ্যাস নিয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | জানা গিয়েছে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাসে ভর্তুকি বাড়ল একশো টাকা । এ বছর আগস্ট মাসে রান্নার গ্যাসে ২০০ টাকা ভর্তুকি দেবার কথা ঘোষণা করেছিলেন সরকার |
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর আজ বলেন, উজ্জ্বলা যোজনার রান্নার গ্যাসে আগে ভর্তুকি ছিল ২০০ টাকা। এবার তা বেড়ে হল ৩০০ টাকা। এমনটাই সিদ্ধান্ত হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভায় । পাশাপাশি গত মাসেই উজ্জবলা যোজনার পরিধি আরও বাড়ানোর কথা ঘোষণা করে কেন্দ্র।

More Stories
গ্রাহক বৃদ্ধিতে রেকর্ড গড়ল জিও
জিও ইনস্টিটিউট এবং INSMA সফল ভাবে সমাপ্ত করল ক্রীড়া ব্যবস্থাপনা সম্মেলন
ডঃ মাশেলকরের সংবর্ধনা অনুষ্ঠানে কি বললেন মুকেশ আম্বানি