
Aedes aegypti mosquito pernilongo with white spots and white background
শহরে বাড়ছে ডেঙ্গিতে মৃত্যুর হার | বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু এখনো পর্যন্ত ৬৬ বছরের এক ব্যক্তি | নাম পিনাক সরকার | ১৫ই সেপ্টেম্বর থেকে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি | এরপর গতকাল রাতে মৃত্যু হয় | মৃত্যুর কারণ হিসাবে দেখা গিয়েছে ডেঙ্গির সিনড্রোম |
প্রসঙ্গত, দশ দিনের শহরে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১০০ জন | মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা গিয়েছে, গত মাসের ২৭ তারিখে প্রথম জ্বর আসে | এরপর ২৮ তারিখ ভর্তি হয় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে | এরপর বেশ কিছু সমস্যা দেখা দেয় শরীরে | চিকিৎসা চলছিল । তবে গতকাল রাতে মৃত্যু হয় ওই ব্যক্তির |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়