Aedes aegypti mosquito pernilongo with white spots and white background
শহরে বাড়ছে ডেঙ্গিতে মৃত্যুর হার | বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু এখনো পর্যন্ত ৬৬ বছরের এক ব্যক্তি | নাম পিনাক সরকার | ১৫ই সেপ্টেম্বর থেকে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি | এরপর গতকাল রাতে মৃত্যু হয় | মৃত্যুর কারণ হিসাবে দেখা গিয়েছে ডেঙ্গির সিনড্রোম |
প্রসঙ্গত, দশ দিনের শহরে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১০০ জন | মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা গিয়েছে, গত মাসের ২৭ তারিখে প্রথম জ্বর আসে | এরপর ২৮ তারিখ ভর্তি হয় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে | এরপর বেশ কিছু সমস্যা দেখা দেয় শরীরে | চিকিৎসা চলছিল । তবে গতকাল রাতে মৃত্যু হয় ওই ব্যক্তির |

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী